বিশুদ্ধ ভালোবাসা
যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে, সে ছোটলোক। . যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে লাভ রিএক্ট দিল তা দেখে, সে অসামাজিক। . আপনার দু একটা কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায়, অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে, সে মানসসিক রোগে আক্রান্ত। . কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারেনা, সে হিংসুটে। . তার মনে সব সময় আপনাকে হারানোর একটা ভয় থাকে, তার বিশ্বাস নড়বড়ে। . আপনার ফোনটা ব্যাস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায়। বারবার ফোন দিতে থাকে, সে খ্যাঁত। . এই জাতের একটা মানুষের সাথে বেশীদিন কারো সম্পর্ক টিকে থাকেনা। এরা পেইনফুল হয়ে যায়। এরা শুধু আপনাকে অসহ্য মানসিক যন্ত্রনা ছাড়া আপনাকে আর কিছুই দিতে পারবেনা। একসাথে এদের সাথে থাকা কঠিন। . এই ইমোশনাল মানুষগুলার ভেতরটা একটু দেখুন। আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে পানি পড়েছে শেষরাত পর্যন্ত। . তার চোখজোড়ায় ডুবে গিয়ে দেখুন। বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন। যেখানে আপনি ছাড়া আর কেউ নেই। আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া।