তুমি বরং তার গল্প হও...যে তোমাকে তার গল্পে রোজ নতুন করে রচনা করে! তুমি বরং তাকে খুঁজো যে তোমার অনুপস্থিতিটা বুঝতে পারে! তুমি বরং তাকে মনে করো যে তোমাকে মনে করে নিয়ম করে তোমায় স্মরণ করে...যেইখানে ব্যস্ততা নামক কোন দেয়াল এর দ্বিখন্ডন থাকে নাহ!তুমি বরং তাকে আকঁড়ে ধরে বাঁচো৷!যে তোমার শূন্যতা উপলব্ধি করতে পারে..তুমি বারংবার তোমার ক্যানভাসে তাকেই একোঁ! যার মানচিত্রে তুমি নামক একটা অংশ থাকে
Popular posts from this blog
সুখ কিসে?
দশ বছর আগে সবচাইতে কাছের বান্ধবীটাকে বলেছিলাম। ভালোবাসি তোমাকে, বিয়ে করবে আমায়? আমি এসব প্রেম,ট্রেম এ বিশ্বাসী নই। তাই তোমাকে সরাসরি জীবনসঙ্গিনী হিসেবে চাই। খুব আত্মবিশ্বাস নিয়েই কথাগুলো বলেছিলাম। কারণ দেখতে শুনতে ভালোই ছিলাম। ছাত্রও খুব একটা খারাপ ছিলাম না। সবমসময় সেরা পাঁচ জনের ভিতরেই থাকতাম। তাই আত্মবিশ্বাস একটু বেশিই ছিলো। জবাবে বান্ধবী বলেছিলো,দেখো তুমি অনেক ভালো একটা ছেলে।দেখতেও ভালো,পড়াশোনায়ও ভালো কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কারণ আমি নিজেকে খুব বেশি ভালোবাসি। আমাকে বিয়ে করার জন্য অনেক প্রতিষ্ঠিত ছেলেই লাইন লাগিয়ে দিবে যদি আমি চাই। সেই রুপ,যৌবন,যোগ্যতা সবকিছুই আমার মাঝে আছে। আমি তেমন একজনকেই বিয়ে করে সারাজীবন আরাম আয়েশে,বিলাসিতায় কাঁটাতে চাই। দুঃখ,কষ্ট যেনো আমাকে কখনো স্পর্শ করতে না পারে। তুমিই বল,এরকম একটা নিশ্চিত বিলাসবহুল, সুখকর জীবন ছেড়ে তোমার সাথে অভাব অনটনে দিন কাটাবো? হয়তোবা অনেকেই পারবে কিন্তু আমি পারবো না। কারণ আমি নিজেকে অনেক ভালোবাসি। নিজেকে সবসময় দুঃখ থেকে দূরে রাখতে চাই। সুখে থাকতে চাই সবসময়। সেজন্যই একজন প্রতিষ্ঠিত ছেলেকেই বিয়ে করবো। তুমি তোমার লেভেলের কাউ...
কেউ একজন আসুক
এমন কেউ একজন আসুক যে আমাকে জানবে।মনোযোগ দিয়ে কোনো আকর্ষণীয় গল্পের বইয়ের মতো আমার জীবন পড়ে দেখবে। আমার হাতে এমন একজোড়া হাতের স্পর্শ লাগুক যে হাত অন্ধকার রাস্তায় ছেড়ে যাবার জন্য নয়।বরং আমার ভয় কাটানোর উদ্দেশ্য সে হাত যেনো আরো শক্ত করে আমার হাত চেপে ধরে। এমন একজন মানুষ ই আমার জীবনে আসুক যে হাত ধরে রাস্তা পার করে দিবে। এমন এক জোড়া চোখের নজর ই আমার উপরে পরুক যে চোখে আমার জন্য অফুরন্ত সম্মান থাকবে।যার চোখে আমি ই সেরা। আমার শ্যামলা গায়ের রঙ যেনো তার খুব প্রিয় হয়। আমার চোখের কাজল নষ্ট হবে, এটা ভেবে সে যেনো আমার চোখ থেকে জল গড়াতে না দেয়। সে যেনো আমার বর্তমান কে ভালোবেসে ভবিষ্যতের স্বপ্নগুলো হাতে হাত রেখে দেখায়। এমন একজন মানুষ দরকার যে আমার কথা ভেবে মনের মধ্যে হাজার রকম গান রচনা করবে। সে যেনো রাস্তায় দাঁড়িয়ে ফুসকা আর চা খাওয়ানোর দায়িত্ব টা নেয়। আমার কপালের এদিক ওদিক হওয়া টিপ টা যেনো সে তার আঙুল ছুইয়ে ঠিক করে দেয়। দামী রিং পড়িয়ে হাটু গেড়ে প্রপোজ করার কোনো দরকার তার নেই। সে আসার সময় একমুঠো চুড়ি নিয়ে এসে আমার হাতে পরিয়ে দিক।খুব যত্ন করে আমার নখে নেইলপালিশ লাগিয়ে দিক। রাস্তার পাশ থ...
Natok er nam ta keu janaben plz?
ReplyDeleteEita natok nah.ekta interview chilo.
DeleteKothaguli khubi practical but monta khub strange logic bojhena😕
ReplyDeleteHmmm
Deletesir ektu natok tar name bolben
ReplyDeleteEita natok nah.ekta interview chilo.
Deleteকথা গুলো খুব ভালো ,
ReplyDeleteতো বস , এই সোলমেট পাবো কোথায় ??
নাকি সে নিজেই আসবে !!
পরিচয় হবে কিভাবে, আগে কি আমি কথা বলবো নাকি সে ?
নাকি সে মরে গেছে ,
ধূর ধূসর জগতে চলে যাচ্ছি , এসব ভাবতে ভাবতে ।
অসাধারণ বড্ড ভালো লাগলো আপ্লূত হলাম বৈকি
ReplyDeleteঅসাধারণ ভাই , আমি তাই করেছি , সেই তুমিটাকেই আপন করে নিয়েছি।
ReplyDeleteApon korte chailei apon kora jayna....jkhn kına apnar situation hoy omn ek trishnarto loker moto...jar charpashe othoi somudro...kintu she nijer trishna mitate parena!!
ReplyDeleteBoss nisho is the only versatile actor in Bangladesh
ReplyDeleteValoi likhcho Nisho.
ReplyDeletehttp://www.youtube.com/c/MATHEMATRICKS_amiya
ReplyDelete