তুমি বরং তার গল্প হও...যে তোমাকে তার গল্পে রোজ নতুন করে রচনা করে! তুমি বরং তাকে খুঁজো যে তোমার অনুপস্থিতিটা বুঝতে পারে! তুমি বরং তাকে মনে করো যে তোমাকে মনে করে নিয়ম করে তোমায় স্মরণ করে...যেইখানে ব্যস্ততা নামক কোন দেয়াল এর দ্বিখন্ডন থাকে নাহ!তুমি বরং তাকে আকঁড়ে ধরে বাঁচো৷!যে তোমার শূন্যতা উপলব্ধি করতে পারে..তুমি বারংবার তোমার ক্যানভাসে তাকেই একোঁ! যার মানচিত্রে তুমি নামক একটা অংশ থাকে
তুমি বরং তাকেই গ্রহণ করো যে তোমার নিরবতা বুঝতে পারে! তুমি বরং তার গল্পে নিজের সীমাবদ্ধতা টুকু ব্যক্ত করো যে তোমাকে তোমার মতো করেই গ্রহণ করতে পারবে..

Comments

  1. Kothaguli khubi practical but monta khub strange logic bojhena😕

    ReplyDelete
  2. কথা গুলো খুব ভালো ,
    তো বস , এই সোলমেট পাবো কোথায় ??
    নাকি সে নিজেই আসবে !!
    পরিচয় হবে কিভাবে, আগে কি আমি কথা বলবো নাকি সে ?
    নাকি সে মরে গেছে ,
    ধূর ধূসর জগতে চলে যাচ্ছি , এসব ভাবতে ভাবতে ।

    ReplyDelete
  3. অসাধারণ বড্ড ভালো লাগলো আপ্লূত হলাম বৈকি

    ReplyDelete
  4. অসাধারণ ভাই , আমি তাই করেছি , সেই তুমিটাকেই আপন করে নিয়েছি।

    ReplyDelete
  5. Apon korte chailei apon kora jayna....jkhn kına apnar situation hoy omn ek trishnarto loker moto...jar charpashe othoi somudro...kintu she nijer trishna mitate parena!!

    ReplyDelete
  6. Boss nisho is the only versatile actor in Bangladesh

    ReplyDelete
  7. http://www.youtube.com/c/MATHEMATRICKS_amiya

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

সুখ কিসে?

কেউ একজন আসুক