তুমি বরং তার গল্প হও...যে তোমাকে তার গল্পে রোজ নতুন করে রচনা করে! তুমি বরং তাকে খুঁজো যে তোমার অনুপস্থিতিটা বুঝতে পারে! তুমি বরং তাকে মনে করো যে তোমাকে মনে করে নিয়ম করে তোমায় স্মরণ করে...যেইখানে ব্যস্ততা নামক কোন দেয়াল এর দ্বিখন্ডন থাকে নাহ!তুমি বরং তাকে আকঁড়ে ধরে বাঁচো৷!যে তোমার শূন্যতা উপলব্ধি করতে পারে..তুমি বারংবার তোমার ক্যানভাসে তাকেই একোঁ! যার মানচিত্রে তুমি নামক একটা অংশ থাকে তুমি বরং তাকেই গ্রহণ করো যে তোমার নিরবতা বুঝতে পারে! তুমি বরং তার গল্পে নিজের সীমাবদ্ধতা টুকু ব্যক্ত করো যে তোমাকে তোমার মতো করেই গ্রহণ করতে পারবে..
Popular posts from this blog
𝑨𝒇𝒓𝒂𝒏 𝑵𝒊𝒔𝒉𝒐
💞𝑳𝒐𝒗𝒆 𝑬𝒎𝒐𝒕𝒊𝒐𝒏💞
❤- ভালবাসা কখনো কাউকে আটকে রাখা শেখায় না ভালোবাসলে স্বাধীনতা দিতে শেখো, বিশ্বাস করতে শেখো, তবেই ভালবাসার প্রতি মর্যাদা দেওয়া হয় ❤-ভালবাসা কারো ইচ্ছায় হয় না ভালবাসা কারো বাঁধা মানে না ভালবাসা হতে হলে হবেই যে কোনো ভাবে, ভালবাসা কোনো বারণ জানে না ❤- ভালবাসা এমন এক অদ্ভুদ অদৃশ্য অনুভুতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে।আবার কখনো ভাসাই চোখের নোনা জলে। ❤-ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিওনা তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেওয়া কষ্ট গুলো তাকে দুনিয়ায় সব থেকে বেশী কষ্ট দেয় । ❤-ভালবাসা এক অদ্ভুত অনুভুতি যখন ছেলেটা বুঝে তখন মেয়েটা বোঝেন যখন মেয়েটা বোঝে তখন ছেলেটা বোঝেনা যখন দুজনেই বোঝে তখন পৃথিবীটাই বোঝে না ❤
wow nice
ReplyDeleteWow
ReplyDelete