কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামী গুলো ছেড়ে দাও.. কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না..

কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে নিয়ে অস্থির হওয়া টাকে ভুলে শক্ত হউ.. কারণ, তোমার কষ্ট তাকে কখনো বিচলিত করবে না..

কেউ যদি তোমার মূল্য না বুঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো..
কারণ সে কখনোই তোমার কদর করবে না...

কেউ যদি তোমাকে ছাড়াই একা পথ চলতে পারে, তবে তার পথ থেকে সরে দাঁড়াও...
কারণ তুমি তার জীবনে সফর সঙ্গী হবে না..

মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায় তবে তাকে আঁকড়ে ধরো..
কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে তাকে ভালো থাকতে দাও.. ❤️❤️

Comments

Post a Comment

Popular posts from this blog

সুখ কিসে?

কেউ একজন আসুক