তোমার প্রিয়জন তোমাকে সময় দিতে চাচ্ছে না কিন্তু সে দিব্যি অনলাইনে আছে,ফ্রেন্ডদের সাথে আছে,অন্যান্য ব্যস্ততার বাহানা দিয়ে তোমাকে দূরে রাখছে।
মন খারাপ!!
মন খারাপটা একদিন কেটে যাবে,
যেদিন থেকে ওর মন খারাপটা শুরু হবে।
তুমি এখন তাকে যতটা মিস করছো অথচ তার কোনো খবর নেই,
তুমি যতটা অভিমান নিয়ে বসে আছো,
কিন্তু তোমার কথা তার মাথায়ও নেই,
তোমার ফিলিংস বোঝার চেষ্টা করেনি,
ঠিক এই ব্যাপারগুলোই একদিন তার সাথে হবে,
যদিও সেটা তুমি চাওনা।
সেদিন তুমি তার মতোই আচরণ করবে
এবং সে তোমার মতো।
কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায়না,"Revenge of nature "বলে একটা কথা আছে!
সেটা কিন্তু হবেই। তুমি প্রকৃতিকে যেটাই দিবা সেটাই ফেরত পাবা...!!🌸
মন খারাপ!!
মন খারাপটা একদিন কেটে যাবে,
যেদিন থেকে ওর মন খারাপটা শুরু হবে।
তুমি এখন তাকে যতটা মিস করছো অথচ তার কোনো খবর নেই,
তুমি যতটা অভিমান নিয়ে বসে আছো,
কিন্তু তোমার কথা তার মাথায়ও নেই,
তোমার ফিলিংস বোঝার চেষ্টা করেনি,
ঠিক এই ব্যাপারগুলোই একদিন তার সাথে হবে,
যদিও সেটা তুমি চাওনা।
সেদিন তুমি তার মতোই আচরণ করবে
এবং সে তোমার মতো।
কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায়না,"Revenge of nature "বলে একটা কথা আছে!
সেটা কিন্তু হবেই। তুমি প্রকৃতিকে যেটাই দিবা সেটাই ফেরত পাবা...!!🌸
Comments
Post a Comment