বৃষ্টি কাব্য 😘
- তোমার বৃষ্টি ভালো লাগে...?🙄
আমি নিয়ে যাবো তোমায় নিরক্ষীয় অঞ্চলে..!!-😌
তুমি আমি ভিজবো অঝোর ধারায় ঝড়ে যাওয়া
মেঘের ফোটায়..!!-❣
- যতক্ষন শীতের কাঁপুনি তোমাকে না কাঁপায়-
ততক্ষনই ভিজবো দুজনে..!!-😇
ভিজতে ভয় পেওনা কিন্তু একটুও না😑
আর নাইবা ভয় পাবে জ্বরের, ঠান্ডার, হাঁচির..!!-🤧
শুধুই তোমার হাত ধরে ধরে ভিজবো..!!-😌
- তোমার ভেজা স্পর্শে, উষ্ণ আদরে, শিহরিত পরশে,
ভিজে ভিজে আমি হবো শিহরিত বৃষ্টিতে
অথবা তোমার ভালবাসায়.!!- 🥰
আমি নিয়ে যাবো তোমায় নিরক্ষীয় অঞ্চলে..!!-😌
তুমি আমি ভিজবো অঝোর ধারায় ঝড়ে যাওয়া
মেঘের ফোটায়..!!-❣
- যতক্ষন শীতের কাঁপুনি তোমাকে না কাঁপায়-
ততক্ষনই ভিজবো দুজনে..!!-😇
ভিজতে ভয় পেওনা কিন্তু একটুও না😑
আর নাইবা ভয় পাবে জ্বরের, ঠান্ডার, হাঁচির..!!-🤧
শুধুই তোমার হাত ধরে ধরে ভিজবো..!!-😌
- তোমার ভেজা স্পর্শে, উষ্ণ আদরে, শিহরিত পরশে,
ভিজে ভিজে আমি হবো শিহরিত বৃষ্টিতে
অথবা তোমার ভালবাসায়.!!- 🥰
ভালো লেগেছে,
ReplyDeleteভালো লাগে সেই জন্য নয় ।
ভালো হয়েছে সে জন্য ।