Selfish love
জীবনে চলতে গেলে নতুন অনেকের সাথেই দেখা হয়, কথা হয়, ভাব হয়, প্রয়োজন হয়, হয়ত ভালোবাসাও হয়।
কিন্তু জীবনের চলার পথে সবার সবাইকে পাশাপাশি রাখার দরকার হয় না। হাতে হাত রেখে চলার দরকার হয় না।
কিছু সম্পর্ক সময়ের সাথে চলতে পছন্দ করে। কিছু সম্পর্ক ইচ্ছা করেই ধরে থাকতে ইচ্ছে করে,কিছু সম্পর্কের নাম না জেনেও ভালোবাসতে ইচ্ছে করে। জীবনের অংকটা বেশ কঠিন। কোন ভাবেই আপনার ভুলে জীবন আপনাকে সেই সময় ফিরিয়ে দেয় না,দিবেও না।
তবে, ভালো থাকার মূহুর্তের স্মৃতি বেশ পীড়াদায়ক। ক্ষনে ক্ষনে বেশ ব্যথা দিবে। আপনার অনুপস্থিতি যার মনে দাগ কাটে না সে আর যাই হোক আপনাকে ভালোবাসে নি কখনও। কারন, প্রিয়জনের অনুপস্থিতি মানুষকে কষ্ট দেয়। কেউ প্রকাশ করে, কেউ আজীবন চেপে রাখে।
কিছু অভিমান জমতে জমতে রাগে পরিনত হয়। রাগ জমতে জমতে ক্ষোভ হয়। তাই অভিমানকে বেশিদিন ধরে রাখতে হয় না।
অল্প অল্প করেই ছোট জিনিসগুলো বড় হতে থাকে।
তাই সময় থাকতেই আপনার ছোট ভুল, ছোট অভিমান, ছোট রাগগুলোকে মিটিয়ে ফেলুন। ভালো থাকতে হলে এইটুকু স্বার্থপর আপনাকে হতেই হবে।❤️❤️
কিন্তু জীবনের চলার পথে সবার সবাইকে পাশাপাশি রাখার দরকার হয় না। হাতে হাত রেখে চলার দরকার হয় না।
কিছু সম্পর্ক সময়ের সাথে চলতে পছন্দ করে। কিছু সম্পর্ক ইচ্ছা করেই ধরে থাকতে ইচ্ছে করে,কিছু সম্পর্কের নাম না জেনেও ভালোবাসতে ইচ্ছে করে। জীবনের অংকটা বেশ কঠিন। কোন ভাবেই আপনার ভুলে জীবন আপনাকে সেই সময় ফিরিয়ে দেয় না,দিবেও না।
তবে, ভালো থাকার মূহুর্তের স্মৃতি বেশ পীড়াদায়ক। ক্ষনে ক্ষনে বেশ ব্যথা দিবে। আপনার অনুপস্থিতি যার মনে দাগ কাটে না সে আর যাই হোক আপনাকে ভালোবাসে নি কখনও। কারন, প্রিয়জনের অনুপস্থিতি মানুষকে কষ্ট দেয়। কেউ প্রকাশ করে, কেউ আজীবন চেপে রাখে।
কিছু অভিমান জমতে জমতে রাগে পরিনত হয়। রাগ জমতে জমতে ক্ষোভ হয়। তাই অভিমানকে বেশিদিন ধরে রাখতে হয় না।
অল্প অল্প করেই ছোট জিনিসগুলো বড় হতে থাকে।
তাই সময় থাকতেই আপনার ছোট ভুল, ছোট অভিমান, ছোট রাগগুলোকে মিটিয়ে ফেলুন। ভালো থাকতে হলে এইটুকু স্বার্থপর আপনাকে হতেই হবে।❤️❤️
boss apnr kosto to amar shoijjo hoi na
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteকিছু একটা বলার জন্য ভাবছি...…...........✓
ReplyDelete