মায়া 💞💞💞

"- মায়া -"💖
এমন একটা জিনিস যেখানে একবার আটকে গেলে সহজে বেরিয়ে আসা যায় না!☺
যদি মনটা কখনো কারো মায়ায় আটকে যায় তাহলে এই মায়াজাল ছিড়তে এক জীবনের পুরোটা সময় কেটে যেতে পারে!😔
.
একবার কোনো মানুষের মায়ায় আটকে গেলে মানুষটির অতীত কেমন ছিল, তার কাছে গেলে সমাজ কি বলবে, তার সাথে ভবিষ্যৎ কি হবে কোনো কিছুর  পরোয়া করে না মনটা! এক কথায় কোনো বাধাই মানে না!☺
.
সব স্বপ্নগুলো থাকে তাকে ঘিরেই🥰 সব চাওয়া-পাওয়া গুলো থাকে তাকে ঘিরে☺
সব ইচ্ছেগুলো সাজে নতুন করে😃
সব স্বপ্নগুলো পায় নতুন রঙ নতুন মাত্রা🤗!
.
কিন্তু একটা আফসোসের কথা কি জানেন?🙂 এই মায়াপুরের মায়াটাকে সবাই আপন করে পায় না।🙂 হারিয়ে ফেলে! কিন্তু পিছুটানটা কখনো ভুলা যায় না!ক্ষতটা বয়ে বেড়াতে হয় সারাটা জীবন!
.
সবশেষে মহান সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, যে মানুষটা ভাগ্যে লেখা থাকে না সেই মানুষটার মায়ায় যেন কখনো কাউকে না জড়ায়! কারণ যে হারায় সে বুঝে, পেয়েও হারানোর যন্ত্রণাটা যে কতোটা।☺
ভালো থাকুক সবার মায়াগুলো❤❤❤

Comments

Post a Comment

Popular posts from this blog

সুখ কিসে?

কেউ একজন আসুক