বিশুদ্ধ ভালোবাসা

যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে, সে ছোটলোক।
.
যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে লাভ রিএক্ট দিল তা দেখে, সে অসামাজিক।
.
আপনার দু একটা কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায়, অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে, সে মানসসিক রোগে আক্রান্ত।
.
কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারেনা, সে হিংসুটে।
.
তার মনে সব সময় আপনাকে হারানোর একটা ভয় থাকে, তার বিশ্বাস নড়বড়ে।
.
আপনার ফোনটা ব্যাস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায়। বারবার ফোন দিতে থাকে, সে খ্যাঁত।
.
এই জাতের একটা মানুষের সাথে বেশীদিন কারো সম্পর্ক টিকে থাকেনা। এরা পেইনফুল হয়ে যায়। এরা শুধু আপনাকে অসহ্য মানসিক যন্ত্রনা ছাড়া আপনাকে আর কিছুই দিতে পারবেনা। একসাথে এদের সাথে থাকা কঠিন।
.
এই ইমোশনাল মানুষগুলার ভেতরটা একটু দেখুন। আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে পানি পড়েছে শেষরাত পর্যন্ত।
.
তার চোখজোড়ায় ডুবে গিয়ে দেখুন।
বিশুদ্ধ ভালোবাসা
দেখতে পাবেন। যেখানে আপনি ছাড়া আর কেউ নেই। আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া।

Comments

  1. খুব সুন্দর লিখেছেন, ভাইজান, তবে আমি একটা কথা বলি, এই ধরনের মানুষিকতার ও অনুভূতির শিকার হোয়েছি আমি, কিন্তু সেটা নিছক একটি অভিনয় ছিল, (অন্য তরফ থেকে), যার পর থেকে আমার এই অনুভূতি এর থেকেই বিশ্বাস উঠিয়ে নিয়েছি। তখন বিশ্বাস করতে পারতাম না, যে এরকম অনুভূতিও মিথ্যা হতে পারে। আর এখন নিজের মধ্যে ও কোনক্রমে সেটার জন্ম দি না, পাছে সেই অনুভূতির পুনরাবৃত্তি ঘটে।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

সুখ কিসে?

কেউ একজন আসুক