কেউ একজন
"কেউ একজন থাকার পরেও যদি দিনশেষে তোমার জমানো কথাগুলো, গল্পগুলো নিজের ভেতর জমেই থাকে ... যদি 'কেউ একজন' এতই ব্যস্ত থাকে যে তোমার দুইটা কথা শোনার মত সময়ও তার না হয়... যদি 'কেউ একজন' থাকার পরেও তোমার মনে হয়, এই পৃথিবীতে তোমার অস্তিত্ব নিয়ে কারো মাথাব্যথা নেই ... যদি তোমার ভালো থাকা, খারাপ থাকা - নিয়ে কারো কোন কিছু না যায় আসে... যদি 'কেউ একজন' থাকার পরেও মাঝরাতে তোমার ভীষণ একা লাগে ... যদি প্রতিটা ঘুমভাঙ্গা সকালে ফোন হাতড়ে শূন্য স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের অজান্তেই তোমার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে... তাহলে ঐ 'কেউ একজন' তোমার জীবনের অন্যতম ভুল ... এই পৃথিবীর কেউ ওরকম ভুলের মাঝে বেঁচে থাকাটা ডিজার্ভ করে না।