Posts

Showing posts from June, 2020

কেউ একজন

Image
"কেউ একজন থাকার পরেও যদি দিনশেষে তোমার জমানো কথাগুলো, গল্পগুলো নিজের ভেতর জমেই থাকে ... যদি 'কেউ একজন' এতই ব্যস্ত থাকে যে তোমার দুইটা কথা শোনার মত সময়ও তার না হয়... যদি 'কেউ একজন' থাকার পরেও তোমার মনে হয়, এই পৃথিবীতে তোমার অস্তিত্ব নিয়ে কারো মাথাব্যথা নেই ... যদি তোমার ভালো থাকা, খারাপ থাকা - নিয়ে কারো কোন কিছু না যায় আসে... যদি 'কেউ একজন' থাকার পরেও মাঝরাতে তোমার ভীষণ একা লাগে ... যদি প্রতিটা ঘুমভাঙ্গা সকালে ফোন হাতড়ে শূন্য স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের অজান্তেই তোমার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে... তাহলে ঐ 'কেউ একজন' তোমার জীবনের অন্যতম ভুল ... এই পৃথিবীর কেউ ওরকম ভুলের মাঝে বেঁচে থাকাটা ডিজার্ভ করে না।

ভালোবাসার অনুনয়

Image
সামান্য ভুল বোঝাবুঝির ঝড়ে যে প্রেমের শিকড় ছিড়ে যায় সে প্রেম আমার চাইনা! আমি চাই প্রচন্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতরের নরম কাঁদামাটি আঁকড়ে ধরেই বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি! যে প্রেম ভালো থেকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে সেই প্রেম আমার একদমই চাইনা! ভালো থেকো বলেই সম্পর্কের ইতি না টেনে বরং দিনশেষে ভালোবাসি বলে সম্পর্কের আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই!  যে প্রেম কারণে-অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে সে প্রেমের প্রত্যাশা আমি একবারের জন্যও করিনা! আমার প্রত্যাশা সে প্রেমের, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে!  যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে যাবে সে ঠুকনো প্রেমের ছাঁয়াও আমি আমার জীবনে চাইনা! বরং চারপাশের সবকিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চাই ! যে প্রেমের স্পর্শে নিজের শরীরে কখনো পাপ জমা হবে সে প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্যও চাইনা!প্রেমের স্পর্শ থাকুক রজনীগন্ধার সুবাস নিয়ে! সে সুবাস সারাজীবন গায়ে লেপ্টে থাকলেও বিরক্ত আসবেনা!  প্রেম চাই সম্মানে, শ্রদ্ধায়, যত্নে, ভরসায়, বিশ্বাসে...

Ayaash Birthday Pic

Image
BirthDayBoy Ayaash

চশমা

Image
অনেক আগের চশমা পড়া ছবি। 

যদি কাউকে ভালোবাসো

Image
যদি কাউকে ভালোবাসো ❤ ------------------- তাহলে তাঁকে ভালো রাখার ক্ষমতা তোমার থাকতে হবে...! 🖤 যদি কাউকে ভালোবাসো ❤ ------------------- তাহলে তার জন্য অবশ্যই আপনার পিছুটান থাকতে হবে...! 🖤 যদি কাউকে ভালোবাসো ❤ ------------------- তাহলে তাকে নিয়ে ইচ্ছে পূরণ এর মনোভাব তোমার থাকতে হবে...!🖤 যদি কাউকে ভালোবাসো ❤ ------------------- তাহলে তাকে তোমার মুল্যবান সময় দিয়ে মূল্যায়ন করতে হবে...!🖤 যদি কাউকে ভালোবাসো ❤ ------------------- তাহলে তাকে সম্মান, মর্যাদা আর আস্থা দিয়ে আগলে রাখতে হবে.!🖤 যদি কাউকে ভালোবাসো ❤ ------------------- তাহলে তাকে বিশ্বাস করতে হবে মনের গহীন থকে শতভাগ...! 🖤 তবেই ভালোবাসা হবে সার্থক ❤ ---------------------- অটুট থাকবে বন্ধন,বিশ্বাস,ভরসা আর আস্থাময় ভালোবাসা 😊..! 🖤

ভালবাসার প্রার্থনা

Image
সম্পর্কে'র বয়স যতোই বাড়ুক! ভালোবাসা টা জায়গা তেই থাকবে। কখনো মনে হতে দেবো না যে তুমি কিংবা আমি আমরা ভালো থাকতে পারছিনা একে অপরকে সাথে। বরং বৃদ্ধ বয়স অব্ধি যেনো মনে হয় আরো হাজারো বছর বাঁচি তোমার সাথে কারণ তুমি নামক মানুষ টাই আমার মূল ভালো থাকার একমাত্র কারণ।❤️ তোমাকে ছাড়া কখনো যেনো নিজেকে ভাবতে না হয়। জীবনের কয়েকটি বছর পেরিয়ে গেলেও যেনো ভালোবাসা টা সূক্ষ্ণ গোলাপের মতো না হয়। সবসময়ই একে অপরের হাসি-দুঃখ- আনন্দ- কষ্ট সমান ভাবে ভাগ করে নেওয়ার সুখ টা থেকে দুজনে যেনো কখনো বঞ্চিত না হই।❤️ রোজ ঘুম ভেঙ্গে একে অপরকে ভালোবাসি বলতেও যেনো কখনো বিরক্তবোধ না আসে।❤️ প্রতিটি ছোট ছোট মুহুর্ত গুলো যেনো একে অপরে উপভোগ করি। যতোটা ভালোবাসি ঠিক ততো টাই যেনো সকল বিপদে দুজন দুজনের পাশা পাশি থাকি।❤️ জীবনের শেষটা অব্ধি যেন ভালোবাসায় বাঁচি এই টুকুই প্রার্থনা💘