ভালোবাসার অনুনয়

সামান্য ভুল বোঝাবুঝির ঝড়ে যে প্রেমের শিকড় ছিড়ে যায় সে প্রেম আমার চাইনা!
আমি চাই প্রচন্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতরের নরম
কাঁদামাটি আঁকড়ে ধরেই বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি!

যে প্রেম ভালো থেকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে সেই প্রেম আমার একদমই চাইনা!
ভালো থেকো বলেই সম্পর্কের ইতি না টেনে বরং দিনশেষে ভালোবাসি বলে সম্পর্কের আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই!

 যে প্রেম কারণে-অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে সে প্রেমের প্রত্যাশা আমি একবারের জন্যও করিনা!
আমার প্রত্যাশা সে প্রেমের, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে!

 যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে যাবে সে ঠুকনো প্রেমের ছাঁয়াও আমি আমার জীবনে চাইনা!
বরং চারপাশের সবকিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চাই !

যে প্রেমের স্পর্শে নিজের শরীরে কখনো পাপ জমা হবে সে প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্যও চাইনা!প্রেমের স্পর্শ থাকুক রজনীগন্ধার সুবাস নিয়ে!
সে সুবাস সারাজীবন গায়ে লেপ্টে থাকলেও বিরক্ত আসবেনা!

 প্রেম চাই সম্মানে, শ্রদ্ধায়, যত্নে, ভরসায়, বিশ্বাসে আর অফুরন্ত ভালোবাসায়!

Comments

Popular posts from this blog

সুখ কিসে?

কেউ একজন আসুক