ভালবাসার প্রার্থনা

সম্পর্কে'র বয়স যতোই বাড়ুক!
ভালোবাসা টা জায়গা তেই থাকবে।
কখনো মনে হতে দেবো না যে তুমি কিংবা আমি আমরা ভালো থাকতে পারছিনা একে অপরকে সাথে।
বরং বৃদ্ধ বয়স অব্ধি যেনো মনে হয় আরো হাজারো বছর বাঁচি তোমার সাথে কারণ তুমি নামক মানুষ টাই আমার মূল ভালো থাকার একমাত্র কারণ।❤️

তোমাকে ছাড়া কখনো যেনো নিজেকে ভাবতে না হয়।
জীবনের কয়েকটি বছর পেরিয়ে গেলেও যেনো ভালোবাসা টা সূক্ষ্ণ গোলাপের মতো না হয়।
সবসময়ই একে অপরের হাসি-দুঃখ- আনন্দ- কষ্ট সমান ভাবে ভাগ করে নেওয়ার সুখ টা থেকে দুজনে যেনো কখনো বঞ্চিত না হই।❤️
রোজ ঘুম ভেঙ্গে একে অপরকে ভালোবাসি বলতেও যেনো কখনো বিরক্তবোধ না আসে।❤️
প্রতিটি ছোট ছোট মুহুর্ত গুলো যেনো একে অপরে উপভোগ করি।
যতোটা ভালোবাসি ঠিক ততো টাই যেনো সকল বিপদে দুজন দুজনের পাশা
পাশি থাকি।❤️
জীবনের শেষটা অব্ধি যেন ভালোবাসায় বাঁচি এই টুকুই প্রার্থনা💘

Comments

Popular posts from this blog

সুখ কিসে?

কেউ একজন আসুক