বেছে নিও সেই ছেলেটিকে

বেছে নিও সেই ছেলেটিকে
..!🙂

যদি কোনো ছেলে তোমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তেও তোমাকে হাসাতে পারে.!

- যদি কোনো ছেলে রাত্রিবেলা ঘুম পাওয়া সত্ত্বেও সারারাত তোমার বকবক সহ্য করতে পারে.!

- যদি কোনো ছেলে তোমার চারপাশের সব মানুষগুলোকে চিনতে সাহায্য করে.!

- যদি কোনো ছেলে তোমার বন্ধুদের বন্ধু ভেবে কাছে টানে, হ্মতিকর মানুষগুলোকে দূরে ঠেলে দেয়.!

- যদি কোনো ছেলে যৌনতা না চেয়ে তোমার কাছে শুধুমাত্র একটা সুন্দর বিকেল চেয়ে বসে, হাতে হাত রেখে তোমার মাথা নিজের কাঁধে রাখে.!🖤

- যদি কোনো ছেলে তোমাকে নিজের পরিবারের চেয়ে বেশি অথবা কম গুরুত্ব না দিয়ে তোমাকে নিজের পরিবারের অংশভাবে.!

- তবে আর কোনো শ্রেষ্ঠ পুরুষ খুঁজো না নিজের জন্যে, যত প্রতিকূলতাই থাকুক না কেন, জীবনসঙ্গী হিসেবে বেছে নিও সেই ছেলেটিকে.!

- তার থেকে বেশি ভালোবাসে এমন মানুষ পেলেও তার মত এমন কাউকে আর খুঁজে পাবে না তুমি বিশ্বাস করতে পারো ছেলেটা সত্যিই তোমাকে বড্ড বেশি ভালোবাসে.!❤

Comments

  1. WOW 😍
    Excellent work 👌
    Asolei khb sotti kothaguli 👍♥️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

সুখ কিসে?

কেউ একজন আসুক