Feelings
অধিকাংশ রিলেশনগুলো শুরুর আগে ছেলেরা দূর্বল থাকলেও মেয়েরা একটু কঠিন মনোভাব দেখায়।
কিন্তু যখন একটা ছেলে একটা মেয়েকে প্রচুর পরিমানে কেয়ারিং করতে শুরু করে তখন মেয়েটা তার প্রতি ধীরে ধীরে দূর্বল হয়ে পড়ে।
এই কেয়ারফুলনেস পেয়ে মেয়েরা ছেলেদেরকে প্রচন্ড পরিমানে ভালোবাসতে শুরু করে দেয়।তারা মনে করে যে,যেই ছেলেটা আমাকে এতো ভালোবাসে এতো কেয়ার করে সেই ছেলেটা কখনো আমাকে অবহেলা করবেনা।
কিন্তু ছেলেরা রিলেশন শুরুর আগে যতোটা দূর্বল থাকে রিলেশনের পরে ঠিক ততোটাই কঠিন হয়ে যায়।
রিলেশনের কিছু দিন পরেই ছেলেদের মাঝে নতুন একটা রুপ চলে আসে।তারা ধীরে ধীরে মেয়েদেরকে অবহেলা করতে শুরু করে দেয়।যা কিনা একটা মেয়ের জীবনটাকে কুড়ে কুড়ে খেতে থাকে।
আসলে,মেয়েরা ছেলেদের মতো খুব সহজেই প্রেমে পড়ে যায়না।কিন্তু তারা যখন সত্যিই প্রেমে পড়ে যায়।তখন তাদের ভালোবাসাটা আকাশ সমান হয়ে যায়।
কিন্তু সেই আকাশ সমান ভালোবাসার মূল্যটা অধিকাংশ ছেলেরাই দিতে জানেনা।
Comments
Post a Comment