ভার্চুয়াল সম্পর্ক

" ভার্চুয়াল সম্পর্ক "
.
ভার্চুয়াল সম্পর্কগুলো খুব অদ্ভুত রকমের হয়ে থাকে......!!
দু'দিনের পরিচয়ে অপরিচিত মানুষকে ও খুব পরিচিত মনে হয়!
আবার হঠাৎ করেই সেই পরিচিত মানুষ মূহুর্তের মধ্যেই অপরিচিত হয়ে যায়.....!!
.
ফ্রেন্ড লিস্ট থেকে হাই, হ্যালো কথোপকথন থেকে ফ্রেন্ড। কিছুদিনের মধ্যেই ভাবের আদান-প্রদান অতঃপর প্রেম।
কি অদ্ভুত ব্যাপার.....!! জানা নেই, দেখা নেই কিন্তু প্রেমের সম্পর্কে জর্জরিত।
.
আবেগ প্রবণ মানুষ গুলো ভার্চুয়াল রিলেশনে আটকে পড়ে। অতঃপর প্রিয় মানুষটির প্রতারণায় প্রতারিত হয়ে তার ব্লক লিস্টে অবস্থান করে!
তবুও হার মানলে চলবে না.....
লুকিয়ে লুকিয়ে উঁকি দিয়ে দেখবে তার প্রোফাইল।
.
যে মানুষটির জন্য প্রতিদিন অনলাইনে আসা সেই মানুষটি খুব সহজেই বদলে যায়। ইচ্ছে করে না বদলালে ও সময়, পরিস্থিতি তাকে বদলে দেয়!
.
প্রতিদিন অনলাইনে এসে তার অপেক্ষা করা নিত্য দিনের অভ্যাস এ পরিণত হয়। ফেবুতে এসে তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকা। কিন্তু সব কিছুই নিঃশেষ হয়ে যায় প্রিয় মানুষটির অবহেলায়......!!
.
কেমন আছো...? প্রশ্নটি করার জন্য বার বার মেসেজ অপশন গিয়ে মেসেজ টাইপিং করে অতঃপর ভয়ে মুছে ফেলা কি ভালোবাসার বহিঃপ্রকাশ.....
??
তা কিভাবে সম্ভব! সে তাকে ভালোবাসে তাই বলে। নাহ, তা কখনো হতে পারে না....!!
কারণ আবেগ যখন ফুরিয়ে যাবে তখন সেও কেটে যাবে!
অদ্ভুত ব্যাপার! ঠিক নেশার মতো।
.
ভার্চুয়াল রিলেশন ক্ষণস্থায়ী বললেও বড় ভুল হবে!
কারণ, ক্ষণস্থায়ী সম্পর্কগুলো যতোটা স্থায়ী হয় ভার্চুয়াল সম্পর্ক ততোটাও স্থায়ী হয় না......!!
দু'দিনে কাছে আসা, তিন দিনে ভালোবাসা কিন্তু চারদিনে ভুলে যাওয়া অসম্ভবের কিছুই না....!!

Comments

  1. http://www.youtube.com/c/MATHEMATRICKS_amiya

    ReplyDelete
  2. Tumi moner kothagkotha ke khub guchiye bolte paro... Prokash korar ability shobar thake na...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

সুখ কিসে?

কেউ একজন আসুক