Posts

Showing posts from 2020

সুখ কিসে?

Image
দশ বছর আগে সবচাইতে কাছের বান্ধবীটাকে বলেছিলাম। ভালোবাসি তোমাকে, বিয়ে করবে আমায়? আমি এসব প্রেম,ট্রেম এ বিশ্বাসী নই। তাই তোমাকে সরাসরি জীবনসঙ্গিনী হিসেবে চাই। খুব আত্মবিশ্বাস নিয়েই কথাগুলো বলেছিলাম। কারণ দেখতে শুনতে ভালোই ছিলাম। ছাত্রও খুব একটা খারাপ ছিলাম না। সবমসময় সেরা পাঁচ জনের ভিতরেই থাকতাম। তাই আত্মবিশ্বাস একটু বেশিই ছিলো। জবাবে বান্ধবী বলেছিলো,দেখো তুমি অনেক ভালো একটা ছেলে।দেখতেও ভালো,পড়াশোনায়ও ভালো কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কারণ আমি নিজেকে খুব বেশি ভালোবাসি। আমাকে বিয়ে করার জন্য অনেক প্রতিষ্ঠিত ছেলেই লাইন লাগিয়ে দিবে যদি আমি চাই। সেই রুপ,যৌবন,যোগ্যতা সবকিছুই আমার মাঝে আছে। আমি তেমন একজনকেই বিয়ে করে সারাজীবন আরাম আয়েশে,বিলাসিতায় কাঁটাতে চাই। দুঃখ,কষ্ট যেনো আমাকে কখনো স্পর্শ করতে না পারে। তুমিই বল,এরকম একটা নিশ্চিত বিলাসবহুল, সুখকর জীবন ছেড়ে তোমার সাথে অভাব অনটনে দিন কাটাবো? হয়তোবা অনেকেই পারবে কিন্তু আমি পারবো না। কারণ আমি নিজেকে অনেক ভালোবাসি। নিজেকে সবসময় দুঃখ থেকে দূরে রাখতে চাই। সুখে থাকতে চাই সবসময়। সেজন্যই একজন প্রতিষ্ঠিত ছেলেকেই বিয়ে করবো। তুমি তোমার লেভেলের কাউ...

ভার্চুয়াল সম্পর্ক

Image
" ভার্চুয়াল সম্পর্ক " . ভার্চুয়াল সম্পর্কগুলো খুব অদ্ভুত রকমের হয়ে থাকে......!! দু'দিনের পরিচয়ে অপরিচিত মানুষকে ও খুব পরিচিত মনে হয়! আবার হঠাৎ করেই সেই পরিচিত মানুষ মূহুর্তের মধ্যেই অপরিচিত হয়ে যায়.....!! . ফ্রেন্ড লিস্ট থেকে হাই, হ্যালো কথোপকথন থেকে ফ্রেন্ড। কিছুদিনের মধ্যেই ভাবের আদান-প্রদান অতঃপর প্রেম। কি অদ্ভুত ব্যাপার.....!! জানা নেই, দেখা নেই কিন্তু প্রেমের সম্পর্কে জর্জরিত। . আবেগ প্রবণ মানুষ গুলো ভার্চুয়াল রিলেশনে আটকে পড়ে। অতঃপর প্রিয় মানুষটির প্রতারণায় প্রতারিত হয়ে তার ব্লক লিস্টে অবস্থান করে! তবুও হার মানলে চলবে না..... লুকিয়ে লুকিয়ে উঁকি দিয়ে দেখবে তার প্রোফাইল। . যে মানুষটির জন্য প্রতিদিন অনলাইনে আসা সেই মানুষটি খুব সহজেই বদলে যায়। ইচ্ছে করে না বদলালে ও সময়, পরিস্থিতি তাকে বদলে দেয়! . প্রতিদিন অনলাইনে এসে তার অপেক্ষা করা নিত্য দিনের অভ্যাস এ পরিণত হয়। ফেবুতে এসে তার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকা। কিন্তু সব কিছুই নিঃশেষ হয়ে যায় প্রিয় মানুষটির অবহেলায়......!! . কেমন আছো...? প্রশ্নটি করার জন্য বার বার মেসেজ অপশন গিয়ে মেসেজ টাইপিং করে অ...

কেউ একজন আসুক

Image
এমন কেউ একজন আসুক যে আমাকে জানবে।মনোযোগ দিয়ে কোনো আকর্ষণীয় গল্পের বইয়ের মতো আমার জীবন পড়ে দেখবে। আমার হাতে এমন একজোড়া হাতের স্পর্শ লাগুক যে হাত অন্ধকার রাস্তায় ছেড়ে যাবার জন্য নয়।বরং আমার ভয় কাটানোর উদ্দেশ্য সে হাত যেনো আরো শক্ত করে আমার হাত চেপে ধরে। এমন একজন মানুষ ই আমার জীবনে আসুক যে হাত ধরে রাস্তা পার করে দিবে। এমন এক জোড়া চোখের নজর ই আমার উপরে পরুক যে চোখে আমার জন্য অফুরন্ত সম্মান থাকবে।যার চোখে আমি ই সেরা। আমার শ্যামলা গায়ের রঙ যেনো তার খুব প্রিয় হয়। আমার চোখের কাজল নষ্ট হবে, এটা ভেবে  সে যেনো আমার চোখ থেকে জল গড়াতে না দেয়। সে যেনো আমার বর্তমান কে ভালোবেসে ভবিষ্যতের স্বপ্নগুলো হাতে হাত রেখে দেখায়। এমন একজন মানুষ দরকার যে আমার কথা ভেবে মনের মধ্যে হাজার রকম গান রচনা করবে। সে যেনো রাস্তায় দাঁড়িয়ে ফুসকা আর চা খাওয়ানোর দায়িত্ব টা নেয়। আমার কপালের এদিক ওদিক হওয়া টিপ টা যেনো সে তার আঙুল ছুইয়ে ঠিক করে দেয়। দামী রিং পড়িয়ে হাটু গেড়ে প্রপোজ করার কোনো দরকার তার নেই। সে আসার সময় একমুঠো চুড়ি নিয়ে এসে আমার হাতে পরিয়ে দিক।খুব যত্ন করে আমার নখে নেইলপালিশ  লাগিয়ে দিক।  রাস্তার পাশ থ...

Feelings

Image
অধিকাংশ রিলেশনগুলো শুরুর আগে ছেলেরা দূর্বল থাকলেও মেয়েরা একটু কঠিন মনোভাব দেখায়। কিন্তু যখন একটা ছেলে একটা মেয়েকে প্রচুর পরিমানে কেয়ারিং করতে শুরু করে তখন মেয়েটা তার প্রতি ধীরে ধীরে দূর্বল হয়ে পড়ে। এই কেয়ারফুলনেস পেয়ে মেয়েরা ছেলেদেরকে প্রচন্ড পরিমানে ভালোবাসতে শুরু করে দেয়।তারা মনে করে যে,যেই ছেলেটা আমাকে এতো ভালোবাসে এতো কেয়ার করে সেই ছেলেটা কখনো আমাকে অবহেলা করবেনা। কিন্তু ছেলেরা রিলেশন শুরুর আগে যতোটা দূর্বল থাকে রিলেশনের পরে ঠিক ততোটাই কঠিন হয়ে যায়। রিলেশনের কিছু দিন পরেই ছেলেদের মাঝে নতুন একটা রুপ চলে আসে।তারা ধীরে ধীরে মেয়েদেরকে অবহেলা করতে শুরু করে দেয়।যা কিনা একটা মেয়ের জীবনটাকে কুড়ে কুড়ে খেতে থাকে। আসলে,মেয়েরা ছেলেদের মতো খুব সহজেই প্রেমে পড়ে যায়না।কিন্তু তারা যখন সত্যিই প্রেমে পড়ে যায়।তখন তাদের ভালোবাসাটা আকাশ সমান হয়ে যায়। কিন্তু সেই আকাশ সমান ভালোবাসার মূল্যটা অধিকাংশ ছেলেরাই দিতে জানেনা। অতঃপর মেয়েটা ছেড়ে চলে গেলে,তখন পাগল হয়ে খোঁজে।

বেছে নিও সেই ছেলেটিকে

Image
বেছে নিও সেই ছেলেটিকে ..!🙂 যদি কোনো ছেলে তোমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তেও তোমাকে হাসাতে পারে.! - যদি কোনো ছেলে রাত্রিবেলা ঘুম পাওয়া সত্ত্বেও সারারাত তোমার বকবক সহ্য করতে পারে.! - যদি কোনো ছেলে তোমার চারপাশের সব মানুষগুলোকে চিনতে সাহায্য করে.! - যদি কোনো ছেলে তোমার বন্ধুদের বন্ধু ভেবে কাছে টানে, হ্মতিকর মানুষগুলোকে দূরে ঠেলে দেয়.! - যদি কোনো ছেলে যৌনতা না চেয়ে তোমার কাছে শুধুমাত্র একটা সুন্দর বিকেল চেয়ে বসে, হাতে হাত রেখে তোমার মাথা নিজের কাঁধে রাখে.!🖤 - যদি কোনো ছেলে তোমাকে নিজের পরিবারের চেয়ে বেশি অথবা কম গুরুত্ব না দিয়ে তোমাকে নিজের পরিবারের অংশভাবে.! - তবে আর কোনো শ্রেষ্ঠ পুরুষ খুঁজো না নিজের জন্যে, যত প্রতিকূলতাই থাকুক না কেন, জীবনসঙ্গী হিসেবে বেছে নিও সেই ছেলেটিকে.! - তার থেকে বেশি ভালোবাসে এমন মানুষ পেলেও তার মত এমন কাউকে আর খুঁজে পাবে না তুমি বিশ্বাস করতে পারো ছেলেটা সত্যিই তোমাকে বড্ড বেশি ভালোবাসে.!❤

মুক্তি

Image
তুমি চোখ বন্ধ করে আমার মুখ কল্পনা করার চেষ্টা করবে, যে দিন দেখবে আর কল্পনা করতে পারছ না সে দিন তোমার মুক্তি। 😊

কেউ একজন

Image
"কেউ একজন থাকার পরেও যদি দিনশেষে তোমার জমানো কথাগুলো, গল্পগুলো নিজের ভেতর জমেই থাকে ... যদি 'কেউ একজন' এতই ব্যস্ত থাকে যে তোমার দুইটা কথা শোনার মত সময়ও তার না হয়... যদি 'কেউ একজন' থাকার পরেও তোমার মনে হয়, এই পৃথিবীতে তোমার অস্তিত্ব নিয়ে কারো মাথাব্যথা নেই ... যদি তোমার ভালো থাকা, খারাপ থাকা - নিয়ে কারো কোন কিছু না যায় আসে... যদি 'কেউ একজন' থাকার পরেও মাঝরাতে তোমার ভীষণ একা লাগে ... যদি প্রতিটা ঘুমভাঙ্গা সকালে ফোন হাতড়ে শূন্য স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের অজান্তেই তোমার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে... তাহলে ঐ 'কেউ একজন' তোমার জীবনের অন্যতম ভুল ... এই পৃথিবীর কেউ ওরকম ভুলের মাঝে বেঁচে থাকাটা ডিজার্ভ করে না।

ভালোবাসার অনুনয়

Image
সামান্য ভুল বোঝাবুঝির ঝড়ে যে প্রেমের শিকড় ছিড়ে যায় সে প্রেম আমার চাইনা! আমি চাই প্রচন্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতরের নরম কাঁদামাটি আঁকড়ে ধরেই বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি! যে প্রেম ভালো থেকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে সেই প্রেম আমার একদমই চাইনা! ভালো থেকো বলেই সম্পর্কের ইতি না টেনে বরং দিনশেষে ভালোবাসি বলে সম্পর্কের আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই!  যে প্রেম কারণে-অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে সে প্রেমের প্রত্যাশা আমি একবারের জন্যও করিনা! আমার প্রত্যাশা সে প্রেমের, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে!  যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে যাবে সে ঠুকনো প্রেমের ছাঁয়াও আমি আমার জীবনে চাইনা! বরং চারপাশের সবকিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চাই ! যে প্রেমের স্পর্শে নিজের শরীরে কখনো পাপ জমা হবে সে প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্যও চাইনা!প্রেমের স্পর্শ থাকুক রজনীগন্ধার সুবাস নিয়ে! সে সুবাস সারাজীবন গায়ে লেপ্টে থাকলেও বিরক্ত আসবেনা!  প্রেম চাই সম্মানে, শ্রদ্ধায়, যত্নে, ভরসায়, বিশ্বাসে...

Ayaash Birthday Pic

Image
BirthDayBoy Ayaash

চশমা

Image
অনেক আগের চশমা পড়া ছবি। 

যদি কাউকে ভালোবাসো

Image
যদি কাউকে ভালোবাসো ❤ ------------------- তাহলে তাঁকে ভালো রাখার ক্ষমতা তোমার থাকতে হবে...! 🖤 যদি কাউকে ভালোবাসো ❤ ------------------- তাহলে তার জন্য অবশ্যই আপনার পিছুটান থাকতে হবে...! 🖤 যদি কাউকে ভালোবাসো ❤ ------------------- তাহলে তাকে নিয়ে ইচ্ছে পূরণ এর মনোভাব তোমার থাকতে হবে...!🖤 যদি কাউকে ভালোবাসো ❤ ------------------- তাহলে তাকে তোমার মুল্যবান সময় দিয়ে মূল্যায়ন করতে হবে...!🖤 যদি কাউকে ভালোবাসো ❤ ------------------- তাহলে তাকে সম্মান, মর্যাদা আর আস্থা দিয়ে আগলে রাখতে হবে.!🖤 যদি কাউকে ভালোবাসো ❤ ------------------- তাহলে তাকে বিশ্বাস করতে হবে মনের গহীন থকে শতভাগ...! 🖤 তবেই ভালোবাসা হবে সার্থক ❤ ---------------------- অটুট থাকবে বন্ধন,বিশ্বাস,ভরসা আর আস্থাময় ভালোবাসা 😊..! 🖤

ভালবাসার প্রার্থনা

Image
সম্পর্কে'র বয়স যতোই বাড়ুক! ভালোবাসা টা জায়গা তেই থাকবে। কখনো মনে হতে দেবো না যে তুমি কিংবা আমি আমরা ভালো থাকতে পারছিনা একে অপরকে সাথে। বরং বৃদ্ধ বয়স অব্ধি যেনো মনে হয় আরো হাজারো বছর বাঁচি তোমার সাথে কারণ তুমি নামক মানুষ টাই আমার মূল ভালো থাকার একমাত্র কারণ।❤️ তোমাকে ছাড়া কখনো যেনো নিজেকে ভাবতে না হয়। জীবনের কয়েকটি বছর পেরিয়ে গেলেও যেনো ভালোবাসা টা সূক্ষ্ণ গোলাপের মতো না হয়। সবসময়ই একে অপরের হাসি-দুঃখ- আনন্দ- কষ্ট সমান ভাবে ভাগ করে নেওয়ার সুখ টা থেকে দুজনে যেনো কখনো বঞ্চিত না হই।❤️ রোজ ঘুম ভেঙ্গে একে অপরকে ভালোবাসি বলতেও যেনো কখনো বিরক্তবোধ না আসে।❤️ প্রতিটি ছোট ছোট মুহুর্ত গুলো যেনো একে অপরে উপভোগ করি। যতোটা ভালোবাসি ঠিক ততো টাই যেনো সকল বিপদে দুজন দুজনের পাশা পাশি থাকি।❤️ জীবনের শেষটা অব্ধি যেন ভালোবাসায় বাঁচি এই টুকুই প্রার্থনা💘

বিশুদ্ধ ভালোবাসা

Image
যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে, সে ছোটলোক। . যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে লাভ রিএক্ট দিল তা দেখে, সে অসামাজিক। . আপনার দু একটা কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায়, অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে, সে মানসসিক রোগে আক্রান্ত। . কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারেনা, সে হিংসুটে। . তার মনে সব সময় আপনাকে হারানোর একটা ভয় থাকে, তার বিশ্বাস নড়বড়ে। . আপনার ফোনটা ব্যাস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায়। বারবার ফোন দিতে থাকে, সে খ্যাঁত। . এই জাতের একটা মানুষের সাথে বেশীদিন কারো সম্পর্ক টিকে থাকেনা। এরা পেইনফুল হয়ে যায়। এরা শুধু আপনাকে অসহ্য মানসিক যন্ত্রনা ছাড়া আপনাকে আর কিছুই দিতে পারবেনা। একসাথে এদের সাথে থাকা কঠিন। . এই ইমোশনাল মানুষগুলার ভেতরটা একটু দেখুন। আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে পানি পড়েছে শেষরাত পর্যন্ত। . তার চোখজোড়ায় ডুবে গিয়ে দেখুন। বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন। যেখানে আপনি ছাড়া আর কেউ নেই। আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া।

মায়া 💞💞💞

Image
"- মায়া -"💖 এমন একটা জিনিস যেখানে একবার আটকে গেলে সহজে বেরিয়ে আসা যায় না!☺ যদি মনটা কখনো কারো মায়ায় আটকে যায় তাহলে এই মায়াজাল ছিড়তে এক জীবনের পুরোটা সময় কেটে যেতে পারে!😔 . একবার কোনো মানুষের মায়ায় আটকে গেলে মানুষটির অতীত কেমন ছিল, তার কাছে গেলে সমাজ কি বলবে, তার সাথে ভবিষ্যৎ কি হবে কোনো কিছুর  পরোয়া করে না মনটা! এক কথায় কোনো বাধাই মানে না!☺ . সব স্বপ্নগুলো থাকে তাকে ঘিরেই🥰 সব চাওয়া-পাওয়া গুলো থাকে তাকে ঘিরে☺ সব ইচ্ছেগুলো সাজে নতুন করে😃 সব স্বপ্নগুলো পায় নতুন রঙ নতুন মাত্রা🤗! . কিন্তু একটা আফসোসের কথা কি জানেন?🙂 এই মায়াপুরের মায়াটাকে সবাই আপন করে পায় না।🙂 হারিয়ে ফেলে! কিন্তু পিছুটানটা কখনো ভুলা যায় না!ক্ষতটা বয়ে বেড়াতে হয় সারাটা জীবন! . সবশেষে মহান সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, যে মানুষটা ভাগ্যে লেখা থাকে না সেই মানুষটার মায়ায় যেন কখনো কাউকে না জড়ায়! কারণ যে হারায় সে বুঝে, পেয়েও হারানোর যন্ত্রণাটা যে কতোটা।☺ ভালো থাকুক সবার মায়াগুলো❤❤❤

Emotion 😔💔

Image
*জীবনে ২য় বার কারো প্রতি মায়া বাড়ানোর আগে, পিছনের সেই মানুষটার কথা ভেবে নিও.... - যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে 😔💔 - যে তোমাকে কথা দিছিলো, কখনোই তোমাকে ছেড়ে যাবে না 🙄😞 - যে তোমাকে বলেছিলো আর কেউ থাকুক বা না থাকুক সে তোমার পাশে সবসময় থাকবে 😇❤ - সেই মানুষটি যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করতে 😍😄 - যার জন্য অন্যদের ignore করতে 🙂💔 - যে মানুষটি তোমার call list এর favorite person ছিলো, কিন্তু আজ সে তোমার block list এ - যে মানুষটি chat list এর সবচেয়ে উপরে ছিলো, কিন্তু আজ friend-list এ নেই 😭💔 - সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারত না, কিন্তু আজ তোমাকে একটা বারের জন্য মনে করে না 😄💔 - সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য বাসার কাছে চলে আসতো, কিন্তু আজ তুমি কেমন আছো জানার ও প্রয়োজন মনে করে না 🙃😪 - সেই মানুষটি যে তোমাকে বলেছিলো তোমাকে হাসলেই সুন্দর লাগে ,কিন্তু আজ যে তোমার নিরব কান্নার কারণ 😍💕 - সেই মানুষটি যার মায়ায় পড়ে, তুমি তাকে অন্ধবিশ্বাস করে দিনের পর দিন ঠকেছো 😔💔 - যে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে 🙂😌 - যে তোমাকে ...

Selfish ❤️❤️

Image
যে মানুষটা তোমার অনুপস্থিতিতে বা ঝগড়ার পর দুদিন যোগাযোগ বন্ধ রাখলেই তোমার বিকল্প অন্য কাউকে খুজে নেয়, তার জন্য আর যাই হোক চোখের পানি ফেলা উচিত না! . এই ধরনের মানুষগুলো কারো ভালোবাসা পাবারই যোগ্য না।বিশেষ করে তোমার তো না' ই।এরা ভীষন রকমের স্বার্থপর।প্রয়োজন মতো ভালো থাকার তাগিদে এরা প্রিয় মানুষ পরিবর্তন করে। . এদের কাছে ভালো থাকাটাই মূখ্য। কার কাছে থাকছে,কিভাবে থাকছে সেটা না। . তাই একটা স্বার্থপর হৃদয়হীন অমানুষের জন্য চোখের পানি ফেলো না।তোমার চোখের পানি এত সস্তা না...! ♥

ভালবাসা নাকি অবহেলা??? 😴

Image
আপনি কাউকে খুব ভালোবাসেন। দীর্ঘদিন কথা বলার পর কয়েকদিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে দেখা যাবে সে আপনার সাথে যোগাযোগের বিন্দু পরিমাণ চেষ্টাও করবে না, কিন্তু যখন আবার আপনি যোগাযোগ করবেন তখন সে এমন একটা ভাব করবে যেনো সে আপনাকে অনেক মিস করেছে-!! - তখন আপনি ভাববেন যে সে হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু আসলে না! আপনাকে সে মুখ ফুটে কখনও দুরে যেতে বলবে না আবার থেকে যেতেও বলবে না। এমন একটা ছাড়া ছাড়া ভাব করবে আপনি বুঝে উঠতেই পারবেন না যে সে আসলে কি চায়-!! - একতরফা আর দুইতরফা ছাড়াও একপ্রকার মিথ্যা অভিনয়ের ভালোবাসা হয়। যেখানে আপনি ভালোবাসেন অপর মানুষটাও ঠিক আপনার সাথে এমন আচরণ করবে যেমন সেও আপনাকে ভালোবাসে। - যখন আপনি সরাসরি জিজ্ঞেস করবেন যে কেনো সে এরকম করে, তখন সে সেটার উত্তর এমন ভাবে দিবে যে আপনি নিজেকেই নিজে ভুল ভাবতে থাকবেন-!! - ভাববেন যে আপনি নিজেই ভুল ভাবছেন, আপনার ধারণা ভুল। সে আপনাকে একটা ঘোরের মধ্যে রাখবে সবসময়! এমন একটা ঘোর যেখানে আপনি প্রতি মূহুর্তে ভাবতে থাকবেন যে, সে কি ভালোবাসে নাকি ভালোবাসে না ? আসলে সে আপনাকে ভালোবাসে না সেটা আপনিও বুঝেন। তবুও দুরে যেতে পারেন না। সেই মিথ্যা মা...

🌸 তোমাকে ভালোবাসি বলেই 🌸

Image
🌸 তোমাকে ভালোবাসি বলেই 🌸 🖤নিজের থেকে বেশি তোমার যত্ন নিতে ভালো লাগে ❤ 🌸 তোমাকে ভালোবাসি বলেই 🌸 🖤তোমাকে নিয়ে ছোট ছোট সপ্ন দেখতে ভালো লাগে❤ 🌸 তোমাকে ভালোবাসি বলেই 🌸 🖤ইচ্ছে করে তোমাকে নিয়ে সব ইচ্ছে গুলো পুরোন করতে❤ 🌸 তোমাকে ভালোবাসি বলেই 🌸 🖤তোমাকে সব সময় কল্পনা করতে থাকি নিজের অজান্তে ❤ 🌸 তোমাকে ভালোবাসি বলেই 🌸 🖤তোমার খুব কাছাকাছি থাকতে ইচ্ছে হয় ❤ 🌸 তোমাকে ভালোবাসি বলেই 🌸 🖤তোমার সাথে একটু বেশিই রাগা রাগি করি❤ 🌸 তোমাকে ভালোবাসি বলেই 🌸 🖤তোমাকে একটু বেশিই সন্দেহ করি, But I Trust You❤ 🌸 তোমাকে ভালোবাসি বলেই 🌸 🖤তোমার সাথে অভিমান করতে ভালো লাগে❤ 🌸 তোমাকে ভালোবাসি বলেই 🌸 🖤দুজনের এই পবিত্র ভালোবাসার পূর্নতা দিতে চাই ❤ 🌸 তোমাকে ভালোবাসি বলেই 🌸 🖤তোমার হাতে হাত রেখে জীবনের শেষ নিশ্বাস অব্দি থেকে যেতে চাই ❤

💞𝑻𝒉𝒆 𝒉𝒆𝒂𝒗𝒆𝒏𝒍𝒚 𝒇𝒆𝒆𝒍𝒊𝒏𝒈 𝒐𝒇 𝒍𝒐𝒗𝒆💞

Image
আপনি যদি কাউকে ভালোবাসার সুযোগ পেয়ে যান, তবে তাকে বিরতিহীনভাবে ভালোবাসতে থাকুন। কারন, ভালোবাসা কখনও জমিয়ে রাখা যায় না, ভালোবাসা কখনও ভাগাভাগি করা যায় না। যখন কাউকে মন থেকে ভালোবাসতে শুরু করবেন, তখন দেখবেন আপনার মনে জমিয়ে রাখা ইচ্ছেগুলো সব আপনাআপনিই বের হয়ে আসতে থাকবে। আর এই ব্যতিক্রমী সব ইচ্ছেগুলো কখনও একা একলা পূরণ করা যায় না। দরকার পড়ে একটা মানুষের, সত্যি বলতে ভালোবাসার মানুষের। আর ভালোবাসার মানুষটিকে ঘিরে গড়ে তোলা ইচ্ছেগুলো পূরণে যদি বিরতি দেন, তাহলে সেই ইচ্ছেগুলোর প্রকৃত আমেজটি আর থাকে না। ইচ্ছেগুলো তখন ফিকে হয়ে যায়। ভালোবাসার বিরতিতে মনের ইচ্ছেগুলো পূরণের ইচ্ছে তখন আর হয়ে ওঠে না। তাই কাউকে ভালোবাসার সুযোগ পেলে, তাকে সবটুকু ভালোবাসা দিয়ে আকড়েঁ ধরুন। তাকে প্রতিনিয়ত ভালোবাসতে থাকুন। ভালোবাসার কারনে মনে জন্ম নেওয়া যাবতীয় ইচ্ছেগুলো মন থেকে নিঙড়িয়ে বের করে নিয়ে আসতে থাকুন। ভালোবাসতে থাকুন আপনার প্রিয় মানুষটিকে বিরতিহীনভাবে আর ভালোবাসতে থাকুন আপনার জমিয়ে রাখা ইচ্ছেগুলোকে।

New shortFlim "Waiting"

Image
কোয়ারেন্টাইন আমাদেরকে কত কিছুই না শিখিয়েছে। তাই আমরাও ঘরে বসে চেষ্টা করলাম কিছু একটা করার। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এই কাজটি করা হচ্ছে। জানিনা আপনাদের কতটুকু ভালো লাগবে, কিন্তু আমরা চেষ্টা করেছি ঘরে বসেই একটি মিষ্টি গল্প উপহার দেয়ার। বাকিটা আপনারা দেখে বলবেন।ধন্যবাদ, সিলভেরস্ক্রীন কে এই উদ্যোগে পাশে থাকার জন্য। খুব শীঘ্রই আসছে, ঘরে বসে বানানো শর্টফিল্ম ওয়েটিং। #StayHome #Waiting #SilverScreen #ComingSoon

🌺ভালবাসা🌺

Image
ভালবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে,🤗 যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে ।😥😥 

💞𝑳𝒐𝒗𝒆 𝑬𝒎𝒐𝒕𝒊𝒐𝒏💞

Image
❤- ভালবাসা কখনো কাউকে আটকে রাখা শেখায় না ভালোবাসলে স্বাধীনতা দিতে শেখো, বিশ্বাস করতে শেখো, তবেই ভালবাসার প্রতি মর্যাদা দেওয়া হয় ❤-ভালবাসা কারো ইচ্ছায় হয় না ভালবাসা কারো বাঁধা মানে না ভালবাসা হতে হলে হবেই যে কোনো ভাবে, ভালবাসা কোনো বারণ জানে না ❤- ভালবাসা এমন এক অদ্ভুদ অদৃশ্য অনুভুতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে।আবার কখনো ভাসাই চোখের নোনা জলে। ❤-ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিওনা তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেওয়া কষ্ট গুলো তাকে দুনিয়ায় সব থেকে বেশী কষ্ট দেয় । ❤-ভালবাসা এক অদ্ভুত অনুভুতি যখন ছেলেটা বুঝে তখন মেয়েটা বোঝেন যখন মেয়েটা বোঝে তখন ছেলেটা বোঝেনা যখন দুজনেই বোঝে তখন পৃথিবীটাই বোঝে না ❤

😍 𝚕𝚘𝚟𝚎 𝚜𝚝𝚘𝚛𝚢 😍

Image
-ভালোবাসা অনেক কঠিন একটি জিনিস যা সবাইকে বাসা যায় না (Love) ❤ -ভালোবাসা অনেক কঠিন একটি জিনিস যা সবাইকে বাসা যায় না কিন্তু যাকে একবার বেসে ফেলা যায় তাকে ছাড়া অন্যকিছু ভাবা যায় না ''I Love You''-বলাটা অনেক সহজ,কিন্তু আমি তোমাকে ভালোবাসি কথাটা বলা অনেক কঠিন যা সবাইকে বলা যায় না যে যেইদিন এটি শুনতে পায় তার জীবনের আসল ভালোবাসা সেইদিন শুরু হয় ভালোবেসে মরতে তো প্রায়ই দেখা যায় কিন্তু একসাথে বেচে থাকতে কয়জন পারে? সব কিছুর শেষে কথা একটাই ভালো থাকুক সকলের ভালোবাসা সবাই ভালো থাকুক তার প্রিয় মানুষটিকে নিয়ে

বৃষ্টি কাব্য 😘

Image
- তোমার বৃষ্টি ভালো লাগে...?🙄 আমি নিয়ে যাবো তোমায় নিরক্ষীয় অঞ্চলে..!!-😌 তুমি আমি ভিজবো অঝোর ধারায় ঝড়ে যাওয়া মেঘের ফোটায়..!!-❣ - যতক্ষন শীতের কাঁপুনি তোমাকে না কাঁপায়- ততক্ষনই ভিজবো দুজনে..!!-😇 ভিজতে ভয় পেওনা কিন্তু একটুও না😑 আর নাইবা ভয় পাবে জ্বরের, ঠান্ডার, হাঁচির..!!-🤧 শুধুই তোমার হাত ধরে ধরে ভিজবো..!!-😌 - তোমার ভেজা স্পর্শে, উষ্ণ আদরে, শিহরিত পরশে, ভিজে ভিজে আমি হবো শিহরিত বৃষ্টিতে অথবা তোমার ভালবাসায়.!!- 🥰

𝑨𝒇𝒓𝒂𝒏 𝑵𝒊𝒔𝒉𝒐

Image
Morichika (Smoking injurious to Health Dont smoke Be safe Be healthy Stay home)

Selfish love

Image
জীবনে চলতে গেলে নতুন অনেকের সাথেই দেখা হয়, কথা হয়, ভাব হয়, প্রয়োজন হয়, হয়ত ভালোবাসাও হয়।  কিন্তু জীবনের চলার পথে সবার সবাইকে পাশাপাশি রাখার দরকার হয় না। হাতে হাত রেখে চলার দরকার হয় না। কিছু সম্পর্ক সময়ের সাথে চলতে পছন্দ করে। কিছু সম্পর্ক ইচ্ছা করেই ধরে থাকতে ইচ্ছে করে,কিছু সম্পর্কের নাম না জেনেও ভালোবাসতে ইচ্ছে করে। জীবনের অংকটা বেশ কঠিন। কোন ভাবেই আপনার ভুলে জীবন আপনাকে সেই সময় ফিরিয়ে দেয় না,দিবেও না। তবে, ভালো থাকার মূহুর্তের স্মৃতি বেশ পীড়াদায়ক। ক্ষনে ক্ষনে বেশ  ব্যথা দিবে। আপনার অনুপস্থিতি যার মনে দাগ কাটে না সে আর যাই হোক  আপনাকে ভালোবাসে নি কখনও। কারন, প্রিয়জনের অনুপস্থিতি মানুষকে কষ্ট দেয়। কেউ প্রকাশ করে, কেউ আজীবন চেপে রাখে। কিছু অভিমান জমতে জমতে রাগে পরিনত হয়। রাগ জমতে জমতে ক্ষোভ হয়। তাই অভিমানকে বেশিদিন ধরে রাখতে হয় না। অল্প অল্প করেই ছোট জিনিসগুলো বড় হতে থাকে। তাই সময় থাকতেই আপনার ছোট ভুল, ছোট অভিমান, ছোট রাগগুলোকে মিটিয়ে ফেলুন। ভালো থাকতে হলে এইটুকু স্বার্থপর আপনাকে হতেই হবে।❤️❤️

Afran Nisho & Mehazabien Chowdhury

Image

Memories

Image
Best Drama "Memories "

Home Quarantine

Image
#StayHome #StaySafe
Image
শুভ অপরাহ্ন
POLICE THE REAL HERO
Ei nil boroshay mone pore tomay... Drama : Muthophone.. https://youtu.be/eJ05CkoaF10
Image
যে মানুষটার একের পর এক রচনা টাইপ মেসেজগুলো তুমি ছোট্ট দুই-তিন অক্ষরের মেসেজ দিয়ে রিপ্লে দিচ্ছো।একদিন সেই মানুষটাও তোমাকে মেসেজ দিতে ভুলে যাবে...!🙂 যে মানুষটা তোমাকে পাগলের মতো করে ভালোবেসে যাচ্ছে।অথচ তুমি তার পাগলামি টাকে বিরক্তি মনে করছো।একদিন দেখবে তার এই পাগলামীটাও থেমে যাবে...!🙂💔 যে মানুষটাকে তুমি সস্তা ভেবে বারবার অবহেলা করছো।তোমার অবহেলা যাকে রাতে ঠিকমতো ঘুমাতে দিচ্ছেনা।একদিন দেখবে সে মানুষটাও তোমাকে ছাড়া বাচতে শিখে যাবে...!🙂 একটা কথা মনে রেখো,মানুষ সবসময় এক থাকেনা।সময়ের সাথে সাথে একসময় সবকিছু বদলে যায়🙂 কাউকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইগনোর করতে নেই।আজ যাকে বারবার ইগনোর করে দূরে সড়িয়ে দিচ্ছো একদিন হয়তো তাকে পাওয়ার জন্যই তুমি প্রচন্ড আফসোস করবে,চিৎকার করে কান্না করবে।কিন্তু সেদিন আর সেই মানুষটাকে ফিরে পাবেনা!!!🙂
Image
তোমার প্রিয়জন তোমাকে সময় দিতে চাচ্ছে না কিন্তু সে দিব্যি অনলাইনে আছে,ফ্রেন্ডদের সাথে আছে,অন্যান্য ব্যস্ততার বাহানা দিয়ে তোমাকে দূরে রাখছে। মন খারাপ!! মন খারাপটা একদিন কেটে যাবে, যেদিন থেকে ওর মন খারাপটা শুরু হবে। তুমি এখন তাকে যতটা মিস করছো অথচ তার কোনো খবর নেই, তুমি যতটা অভিমান নিয়ে বসে আছো,  কিন্তু তোমার কথা তার মাথায়ও নেই, তোমার ফিলিংস বোঝার চেষ্টা করেনি, ঠিক এই ব্যাপারগুলোই একদিন তার সাথে হবে, যদিও সেটা তুমি চাওনা। সেদিন তুমি তার মতোই আচরণ করবে এবং সে তোমার মতো। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায়না,"Revenge of nature "বলে একটা কথা আছে! সেটা কিন্তু হবেই। তুমি প্রকৃতিকে যেটাই দিবা সেটাই ফেরত পাবা...!!🌸
Image
কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামী গুলো ছেড়ে দাও.. কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না.. কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে, তবে তাকে নিয়ে অস্থির হওয়া টাকে ভুলে শক্ত হউ.. কারণ, তোমার কষ্ট তাকে কখনো বিচলিত করবে না.. কেউ যদি তোমার মূল্য না বুঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো.. কারণ সে কখনোই তোমার কদর করবে না... কেউ যদি তোমাকে ছাড়াই একা পথ চলতে পারে, তবে তার পথ থেকে সরে দাঁড়াও... কারণ তুমি তার জীবনে সফর সঙ্গী হবে না.. মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায় তবে তাকে আঁকড়ে ধরো.. কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে তাকে ভালো থাকতে দাও.. ❤️❤️
Image
তুমি বরং তার গল্প হও...যে তোমাকে তার গল্পে রোজ নতুন করে রচনা করে! তুমি বরং তাকে খুঁজো যে তোমার অনুপস্থিতিটা বুঝতে পারে! তুমি বরং তাকে মনে করো যে তোমাকে মনে করে নিয়ম করে তোমায় স্মরণ করে...যেইখানে ব্যস্ততা নামক কোন দেয়াল এর দ্বিখন্ডন থাকে নাহ!তুমি বরং তাকে আকঁড়ে ধরে বাঁচো৷!যে তোমার শূন্যতা উপলব্ধি করতে পারে..তুমি বারংবার তোমার ক্যানভাসে তাকেই একোঁ! যার মানচিত্রে তুমি নামক একটা অংশ থাকে তুমি বরং তাকেই গ্রহণ করো যে তোমার নিরবতা বুঝতে পারে! তুমি বরং তার গল্পে নিজের সীমাবদ্ধতা টুকু ব্যক্ত করো যে তোমাকে তোমার মতো করেই গ্রহণ করতে পারবে..

Afran's New Look

Image
Afran nisho new look

Afran nisho

Image
Afran nisho