সুখ কিসে?
দশ বছর আগে সবচাইতে কাছের বান্ধবীটাকে বলেছিলাম। ভালোবাসি তোমাকে, বিয়ে করবে আমায়? আমি এসব প্রেম,ট্রেম এ বিশ্বাসী নই। তাই তোমাকে সরাসরি জীবনসঙ্গিনী হিসেবে চাই। খুব আত্মবিশ্বাস নিয়েই কথাগুলো বলেছিলাম। কারণ দেখতে শুনতে ভালোই ছিলাম। ছাত্রও খুব একটা খারাপ ছিলাম না। সবমসময় সেরা পাঁচ জনের ভিতরেই থাকতাম। তাই আত্মবিশ্বাস একটু বেশিই ছিলো। জবাবে বান্ধবী বলেছিলো,দেখো তুমি অনেক ভালো একটা ছেলে।দেখতেও ভালো,পড়াশোনায়ও ভালো কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কারণ আমি নিজেকে খুব বেশি ভালোবাসি। আমাকে বিয়ে করার জন্য অনেক প্রতিষ্ঠিত ছেলেই লাইন লাগিয়ে দিবে যদি আমি চাই। সেই রুপ,যৌবন,যোগ্যতা সবকিছুই আমার মাঝে আছে। আমি তেমন একজনকেই বিয়ে করে সারাজীবন আরাম আয়েশে,বিলাসিতায় কাঁটাতে চাই। দুঃখ,কষ্ট যেনো আমাকে কখনো স্পর্শ করতে না পারে। তুমিই বল,এরকম একটা নিশ্চিত বিলাসবহুল, সুখকর জীবন ছেড়ে তোমার সাথে অভাব অনটনে দিন কাটাবো? হয়তোবা অনেকেই পারবে কিন্তু আমি পারবো না। কারণ আমি নিজেকে অনেক ভালোবাসি। নিজেকে সবসময় দুঃখ থেকে দূরে রাখতে চাই। সুখে থাকতে চাই সবসময়। সেজন্যই একজন প্রতিষ্ঠিত ছেলেকেই বিয়ে করবো। তুমি তোমার লেভেলের কাউ...